‘করোনা’ সোয়াইন ফ্লু-র থেকে ১০ গুণ ভয়ঙ্কর!

Apr 14, 2020 / 10:29pm
‘করোনা’ সোয়াইন ফ্লু-র থেকে ১০ গুণ ভয়ঙ্কর!

ক’রো’না’ভাইরাস আ’তঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। সং’ক্র’মণের বিস্তার ঠেকাতে দেশে দেশে চলছে লক’ডাউন। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে এতকিছুর পরেও মারণ এই ভা’ই’রাসের বিস্তার ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রতি মিনিটে আ’ক্রা’ন্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এক দশক আগে এভাবেই ম’হা’মা’রি আকার ধারণ করেছিল সোয়াইন ফ্লু ভা’ই’রাস। বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়েছিল সেবারও। কিন্তু তার থেকে এবারের ম’হা’মারির বিস্তার ও মৃ’ত্যুর ঘটনা অনেকটাই বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে সোয়াইন ফ্লু-র থেকেও ১০ গুণ মা’রা’ত্মক এই ক’রো’না’ভা’ইরাস।

২০০৯-এর জানুয়ারি থেকে ২০১০-এর আগস্ট পর্যন্ত তা’ণ্ডব চালিয়েছিল সোয়াইন ফ্লু। আ’ক্রা’ন্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃ’ত্যু হয়েছিল ১৮ হাজার ৪৪৯ জনের। তবে নভেল ক’রো’না”ভাইরাস এরই মধ্যে সোয়াইন ফ্লু-কে টপকে গেছে।

করোনায় বিশ্বজুড়ে এরই মধ্যে আ’ক্রা’ন্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। মৃ’ত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার। কিভাবে এই ভা’ই’রাস এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেটা নিয়ে ধ’ন্দে পড়েছেন বিজ্ঞানীরাও। এখনও কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি।

ডব্লিউএইচও-এর উচ্চপদস্থ কর্মকর্তা টেড্রোস আধানম গেব্রেসাস জানিয়েছেন, ‘সোয়াইন ফ্লু-র থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। আমরা জানি ক’রো’না ভা’ই’রাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি মা’রা’ত্মক।

নার্সিং হোমের মত জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আ’শ’ঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।’ তিনি আরও জানান, অনেক দেশে প্রত্যেক ৩-৪ দিনে আ’ক্রা’ন্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তাই এখনও স’তর্কতা কমানোর সময় আসেনি।

সূত্র- ফ্রেন্স ২৪।