ফারাহ খানের ছেলে ‘করোনা’ নিয়ে গান গাইল (ভিডিও)

Apr 14, 2020 / 01:46am
ফারাহ খানের ছেলে ‘করোনা’ নিয়ে গান গাইল (ভিডিও)

বর্তমান বিশ্বের প্রধান আলোচিত বিষয় করোনাভাইরাস। এ নিয়ে সবার জল্পনা-কল্পনার শেষ নেই। খুব স্বাভাবিকভাবেই এর উৎপত্তিস্থল, ক্ষতিকারক দিকগুলো নিয়ে কথাবার্তা কম হচ্ছে না। কিন্তু ভাইরাস নিয়ে গান! সেটিও হয়েছে।

আর এবার আরেক কাঠি সরেস হয়ে বলিউডের চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান একজন নতুন শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সবাইকে। কে? আর কেউ নয়, তাঁর ১২ বছরের ছেলে সিজার কুন্দর করোনাভাইরাস দুর্যোগ নিয়ে গেয়েছে ‘নিড টু সার্ভাইভ’ শিরোনামের ওই গান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গানটির গীতিকার ও সুরকার ছোট্ট সিজার নিজেই। আর এটি পরিচালনায় ছিল তার বোন দিবা ও সম্পাদনায় ছিল আরেক বোন আনিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, সিজারের গানের ওই মিউজিক ভিডিও গতকাল রোববার (১২ এপ্রিল) ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশ্যে আসে। লাল ট্রাউজার, একই রঙের হুডি ও জুতা পরিহিত সিজারকে বেশ স্বাচ্ছন্দ্যময় দেখা যায়। সুপারস্টারের মতোই পর্দায় হাজির হয় সে। তার শারীরিক ভাষা ও গানের কথাও ছিল চমৎকার।