অমিতাভ-অজয়সহ বলিউড তারকারা ‘বৈশাখের শুভেচ্ছা জানালেন’

‘নতুন আকাঙ্ক্ষা আসে, চলে আসে নতুন সময়/ পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয়,/ নতুনেরা আসিতেছে বলে’… চিরনতুনের আগমনের আবাহনে কবি জীবনানন্দ দাশের ‘নির্জন সাক্ষর’ কবিতার এই বার্তা এখন বাংলার হাওয়া-জলে, সবুজে-শ্যামলে।
ক’রো’না’ভা’ইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক ম’হা’মারির নাগপাশ কাটিয়ে পুরোনো জ’রাজীর্ণতাকে পেছনে ফেলে আমাদের সামনে হাজির হচ্ছে আরো একটি বাংলা নতুন বছর। প্রকৃতির অমোঘ নিয়মে কাল মঙ্গলবার কালের গর্ভে মিশে যাবে আরো একটি বঙ্গাব্দ, ১৪২৬।
আজ সোমবার ১৪২৬ বঙ্গাব্দের শেষ দিন। বাঙালির বর্ষ বিদায়ের বিশেষ দিন; আজ চৈত্রসংক্রান্তি। ঋতুচক্রের পালাবদলে আগামীকাল মঙ্গলবার দিন শুরুর মধ্য দিয়ে শুরু হবে নতুন স্বপ্ন, নতুন পথ চলার ১৪২৭ বঙ্গাব্দ। প্রতিবছর বাংলাদেশে নববর্ষের দিনটি জাঁকজমকভাবে উদযাপিত হলেও এবার ক’রো’নার কারণে ঘরেই পালন হবে।
এদিকে, শিখ ধর্মালম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখী। প্রতি বছরের ১৩ অথবা ১৪ এপ্রিল এটি উদযাপিত হয়। মূলত এটি নতুন ফসলের উৎসব, যা খালসা সমাজের নববর্ষ বা বছরের প্রথম দিন। ভারতেও ল’ক’ডাউন চলমান থাকায় এ বছর জনসাধারণ উৎসবটি বাসায় বসে পালন করবে মানুষ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতিতেও বলিউড তারকারা তাঁদের ভক্ত-অনুরাগীদের বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, বলিউড তারকা অজয় দেবগন, নীতু চন্দ্র, ইশা কপিকারসহ অনেকেই আছেন এই তালিকায়।
বিগ বি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজ নিজের একটি ছবি আপলোড করে সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানান। সেখানে তাঁকে একজন শিখ সম্প্রদায়ের ব্যক্তির সাজে ঐতিহ্যবাহী ভাঙরা নাচে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।
একই দিনে টুইটারে অজয় দেবগন লেখেন, ‘সবাইকে বৈশাখীর শুভেচ্ছা। বাসায় থাকুন ও পরিবারের সঙ্গে উদযাপন করুন। সবার জন্য অনেক ভালোবাসা।’
চার্মি কৌর ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, চলমান পরিস্থিতি পেরিয়ে ফের স্বাভাবিক জীবনযাপন দেখার জন্য তাঁর তর সইছে না। সবাইকে হ্যাপি বৈশাখি জানাতে ভোলেননি তিনি।
এ ছাড়া নীতু চন্দ্রসহ অনেকেই বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে।
https://www.instagram.com/amitabhbachchan/?utm_source=ig_embed
Vaisakhi di vadaiyan sabko! Stay at home & celebrate with your family. Lots of love to all ♥️#HappyBaisakhi
— Ajay Devgn (@ajaydevgn) April 13, 2020