উপসর্গ ছাড়াই পরীক্ষা করে করোনা শনাক্ত হলো দুইজনের

কোনো উপসর্গ ছাড়াই জেলার বাইরে থেকে আসায় নমুনা পরীক্ষা করে নেত্রকোনায় দুইজন ক’রো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে নেত্রকোনায় ক’রো’না’ভা’ইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল চারজনে।
আক্রান্ত দুইজনের মধ্যে একজন পোশাককর্মী (২৮) ও অপরজন উন্নয়নকর্মী (৩৮)। আজ রোববার বিকেলে পরীক্ষার ফলাফলে নতুন এই দুইজন আ’ক্রা’ন্তের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান কবীর রিয়াদ।
আহসান কবীর রিয়াদ বলেন, ‘আ’ক্রা’ন্তদের ক’রো’নার কোনো উপসর্গ ছিল না। বাইরের জেলা থেকে আসায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১০ এপ্রিল তাদের ক’রো’না পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠান।
ওইদিনই তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়। ওই দুইজনের পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। কোনো লক্ষণ ছাড়াই ক’রো’নার পজিটিভ বিষয়টি আমাদের জন্যে ভাবনার। আ’ক্রা’ন্ত উন্নয়নকর্মী চারদিন আগে কর্মস্থল থেকে ফিরেছেন।
তিনি নিজের গ্রামের বাড়িতে গিয়ে উঠতে চাইলে এলাকাবাসী বাধা দেন। পরে তিনি তাঁর শ্বশুরবাড়ি যান। আপাতত আ’ক্রা’ন্তদের নিজের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। আক্রান্ত ব্যক্তি এখনও শ্বশুর বাড়িতেই আছেন। সেখানে দুইটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।’
এর আগে গত শুক্রবার জেলার খালিয়াজুরী উপজেলার এক স্বাস্থ্যসেবিকা ও সদর উপজেলার এক ব্যক্তি (৫৫) ক’রো’নায় আ’ক্রা’ন্ত শনাক্ত হন।
এদিকে জেলার লক্ষ্মীপুর গ্রামে পর পর দুইজন ক’রো’না’য় আ’ক্রা’ন্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎ’কণ্ঠা দেখা দেয়।
সুত্রঃ এনটিভি অনলাইন