বিদেশি লবিস্টদের পেছনে ডলার খরচ না করে দেশের মানুষকে দিন

Apr 13, 2020 / 03:21pm
বিদেশি লবিস্টদের পেছনে ডলার খরচ না করে দেশের মানুষকে দিন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকার সহায়তা দিচ্ছে। অপরদিকে বিএনপি বিদেশি লবিস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, বিদেশি লবিস্টদের পেছনে ডলার খরচ না করে এবং ঘরে বসে দোষ না খুঁজে জনগণের পাশে দাঁড়ান। আজ সোমবার মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী এ সময় মানুষের সহায়তার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সূত্র : এনটিভি অনলাইন