শুধু পায়ে জুতা, ন’গ্ন হয়ে বিমানবন্দরে হাজির নারী

Apr 13, 2020 / 01:01pm
শুধু পায়ে জুতা, ন’গ্ন হয়ে বিমানবন্দরে হাজির নারী

তিনি কেবল জুতা পায়ে দিয়েছিলেন। সম্পূর্ণ ন’গ্ন হয়ে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের নিউ অরল্যান্স বিমানবন্দরে টিকিট নিতে যান ২৭ বছর বয়সী মেরিয়েল ভারগারা।

বিমানবন্দরের কর্মকর্তারা ওই নারীকে চলে যেতে বললেও তিনি রাজি হননি। একপর্যায়ে ওই নারীকে আটক করে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে ন’গ্ন হয়ে স্পিরিট এয়ারলাইন্সের একটি টিকিট নিতে যান ভারগারা।

বিমানবন্দরের কর্মকর্তারা তাকে জানান, এ অবস্থায় তিনি বিমানে চলাচল করতে পারবেন না। সে কারণে বিমানবন্দর থেকে তাকে চলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু ওই নারী কিছুতেই তা মানছিলেন না।

একপর্যায়ে একেবারে নামমাত্র কাপড় গায়ে জড়ান তিনি। পুলিশ বলছে, তাতেও ওই নারীর লজ্জাস্থান ঢাকছিল না।

এবারো তাকে বিমানবন্দর থেকে চলে যেতে বলা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং পুলিশ কর্মকর্তাকে হেনস্থা করেন।

ফলে ওই নারীকে আটক করে পুলিশ। পরে পাঁচ হাজার ডলার জামানতে ওই নারীকে জামিনে ছেড়ে দেওয়া হয়।