সৌদি আরব প্রবাসীর স্ত্রী করোনা আ’ক্রান্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রীর করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট এসেছে। তার স্বামী কিছুদিন আগে সৌদি আরব থেকে এসেছেন।
ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ উপসর্গ থাকায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রাম থেকে মহিলার নমুনা সংগ্রহ করে প্রতিবেদনের জন্য সিলেটে পাঠানো হয়।
রবিবার সকালে ওই মহিলার করোনা ভাইরাসের (আ’ক্রান্ত) পজিটিভ রিপোর্ট আসে।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন তাৎক্ষনিক সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই নারী একজন সৌদি আরব প্রবাসীর স্ত্রী।
তার স্বামী কিছুদিন আগে সৌদি আরব থেকে দোয়ারাবাজারের গ্রামের বাড়িতে এসেছেন। প্রবাসীর স্ত্রী করোনা পজিটিভ হওয়ায় তার পুরো গ্রাম ও পরিবারের সদস্যদের লকডাউন করেছে প্রশাসন।
এখন ওই মহিলার সঙ্গে যারা যারা মেলামেশা করেছেন তাদের সনাক্ত করার কাজ চলছে। ওই গ্রামে স্বাস্থ্য বিভাগের টিম সার্বক্ষণিক অবস্থান করছেন।