দিল্লিতে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: এপ্রি ১২, ২০২০ / ০৮:১৬অপরাহ্ণ
দিল্লিতে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা মানুষের মধ্যে ভূমিকম্পের পর আতংক ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায়। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

নাগরিকদের সুরক্ষার বার্তা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট করেছেন। সেখানে তিনি লেখেন, দিল্লিতে কম্পন অনুভুত হয়েছে। আশা করি সবাই সুরক্ষিত রয়েছেন। আপনাদের সবার সুরক্ষা কামনা করি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন