ভোলায় দাফন করতে দেওয়া হবে না খু’নি মাজেদের লা’শ

Apr 12, 2020 / 01:48am
ভোলায় দাফন করতে দেওয়া হবে না খু’নি মাজেদের লা’শ

জাতির জনকের আত্মস্বীকৃত খু’নি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ জীবন থাকতে ভোলার মাটিতে দাফন করতে দেওয়া হবে না বলে মানববন্ধনে জানান ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আযম মুকুল এমপি।

ভোলার বোরহানউদ্দিনে তার গ্রামের বাড়িতে লা’শ দা’ফন করতে কেউ চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। প্রয়োজনে খু’নি মাজেদের লা’শ মেঘনায় ভা’সি’য়ে দেওয়া হোক তবুও ভোলায় তার লা’শ দাফন করতে দেওয়া হবে না। শনিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা বাজারে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এদিকে লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক সংবাদ সন্মেলনে ভোলা-৩ আসনের সংসদ নূরনবী চৌধুরী শাওন এমপি ও ভোলায় বঙ্গবন্ধুর খু’নি আবদুল মাজেদের লা’শ ভোলায় দাফন করতে দেওয়া হবে না বলে হুঁ’শি’য়ারি করেন।

অপরদিকে ভোলা জেলা আওয়ামী লীগ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীক লীগ ও কৃষক লীগ ভোলায় খু’নি মাজেদের লাশ দাফন করার কেউ চেষ্টা করে তাহলে তা জীবন দিয়ে হলেও তা প্রতিহত করা হবে।

সুত্রঃ কালের কন্ঠ