বিমান চলাচল ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ

ক’রো’না’ভা’ইরাস মো’কাবিলায় সরকারের সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের স্থগিতাদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ স্থ’গিতাদেশ বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের ক্ষেত্রে কার্যকর হবে। খবর ইউএনবির।
তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও বিশেষ ফ্লাইট পরিচালনা কা’র্যক্রম এ স্থগিতাদেশের আওতার বাইরে থাকবে। এর আগে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৪ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, ‘সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। সেটি এখন বাড়ানো হয়েছে।’
সুত্রঃ নিউজ২৪