ঢাকার যে ১৭ থানা করোনা থেকে এখনও নিরাপদ

প্রকাশিত: এপ্রি ১১, ২০২০ / ০৭:২৬অপরাহ্ণ
ঢাকার যে ১৭ থানা করোনা থেকে এখনও নিরাপদ

দেশে গত ২৪ ঘণ্টায় ক’রো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়ে তিনজনের মৃ’ত্যু হয়েছে। নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছেন ৫৮ জন। এই ৫৮ জনের মধ্যে ১৪ জনই ঢাকা মহানগরের বাসিন্দা। সে হিসাবে মোট ক’রোনা রোগী ৪৮২ জনের মধ্যে ২৫১ জনই ঢাকার।

শনিবার বেলা আড়াইটার পর অনলাইনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের লাইভ ব্রিফিংয়ে এ সব তথ্য জানা গেছে। ঢাকা মহাগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, ঢাকা মহানগরের ৫০ থানার মধ্যে ৩৩টি থানায় ২৫১ জন ক’রো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়েছেন।

এখনও মহানগরীর ১৭টি থানায় কেউ এ ভাইরাসে আ’ক্রান্ত হয়নি।

ক’রোনা মুক্ত এ সব থানা হল-

শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, শ্যামপুর, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, উত্তরা মডেল (পূর্ব), বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, ক্যান্টনমেন্ট, বনানী, তেজগাঁও, হাতিরঝিল, রূপনগর ও ভাষণটেক।

বিশেষজ্ঞরা বলছেন, এ সব থানায় যদি এখনই ল’কডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ঢাকায় ক’রোনাভাইরাস বিস্তার ঠেকানো সম্ভব।

ডিএমপির তথ্য বলছে, এ পর্যন্ত ঢাকার ৫০টি থানার মধ্যে ৩৩ থানায় ক’রোনার থাবা পড়েছে। ৩০৮টি বাড়িতে ক’রোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের পরপরই সে সব বাড়ি, রোড ও এলাকা ল’কডাউন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১১ এপ্রিল দুপুর পর্যন্ত সারা দেশে এ সংখ্যা মোট ৪৮২ জন হয়েছে। শনিবারের ৩ জনসহ এখন পর্যন্ত মা’রা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছে ৩৬ জন।

সুত্রঃ যুগান্তর

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন