লকডাউন করা হলো দুমকি উপজেলা

Apr 11, 2020 / 02:14am
লকডাউন করা হলো দুমকি উপজেলা

পটুয়াখালীর দুমকি উপজেলায় ক’রো’না’ভা’ইরাসে (কোভিড-১৯) আক্রা’ন্ত হয়ে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। মৃ’ত্যুর ঘটনার পরদিন দুমকি উপজেলাকে ল’কডাউন ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

নি’হত যুবক দেলোয়ার হোসেন ওরফে দুলাল হাওলাদার (৩২) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবদুস সোবাহানের পুত্র। দুলাল নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এপ্রিলের প্রথম দিকে দোলোয়ার হোসেন ওরফে দুলাল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামের বাড়িতে আসেন।

আসার সময়ে তিনি জ্বর, গলাব্যথা, কাশিতে আ’ক্রা’ন্ত ছিলেন। এ ঘটনা স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলার প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে তাকে কোয়া’রেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হয়।

গত ৭ এপ্রিল দুলালের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ। এ দিকে দুলাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মা’রা যান। প্রথমে ধারণা করা হয় দুলাল ডায়রিয়ায় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন। কিন্তু আইইডিসিআরে পাঠানো রিপোর্টে বলা হয়, তিনি ক’রোনায় আ’ক্রান্ত ছিলেন।

এ ঘটনার পরদিন শুক্রবার পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী দুমকি উপজেলাকে ল’কডাউন ঘোষণা করেছেন।

এ দিকে জেলা প্রশাসন ল’কডাউন ঘোষণার পরপরই শুক্রবার বেলা ১১টা থেকে দুমকি-বাউফল ও আভ্যন্তরীণ সড়কের সব যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

লেবুখালী ফেরিঘাট, পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার, উপজেলা শহরের নসিব সিনেমা চত্বর, থানা ব্রিজ ও চরগরবদি ফেরিঘাটে চেকপোস্ট বসিয়েছে। শহরের ওষুধ ও নিত্যপণ্যের দোকান ব্যতিরেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয়া হচ্ছে। নির্দেশনা না মানলে তাদের আইনের আওতায় আনা হবে।

সুত্রঃ যুগান্তর