হার্নান ক্রেসপো বললেন ‘মেসি একজন গ্রেট ফুটবলার’

আর্জেন্টাইন সাবেক ফরোয়ার্ড হার্নান ক্রেসপো বলেছেন, লিওনেল মেসি একজন গ্রেট ফুটবলারের চেয়েও বেশি কিছু।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে দেয়া সাক্ষাৎকারে হার্নান ক্রেসপো আরও বলেন, মেসি একজন ফুটবলার বা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে যা উপস্থাপন করে, এর চেয়ে সে অনেক এগিয়ে। সে পেশাদারিত্ব, খেলার প্রতি নিবেদন ও সততার এক উদাহরণ।
বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেনি রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। তবে ক্রেসপো বিষয়টা এভাবে দেখেন না।
৪৪ বছর বয়সী ক্রেসপো বলেন, আপনি এটা নিয়ে ভাবলে বুঝবেন, ফুটবল একরকম মেসির কাছে ঋণী। জাতীয় দলের হয়ে তাকে খেলতে দেখলে আমাকে আনন্দ দেয়। তাকে একজন বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখেতে পারলে আমি খুশি হব, বিশেষ করে একজন আর্জেন্টাইন হিসেবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন