করোনাভাইরাস : তারাবির নামাজ নি’ষিদ্ধ হতে যাচ্ছে ইরানে

ইরানে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। করোনার কারণে দেশটিতে অচল অবস্থা তৈরি হয়েছে। ৬৬ হাজার ২২০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন চার হাজার ১১০ জন মানুষ।
মানুষ থেকে মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। তাই ইরানে তারাবিসহ রমজানে নি’ষিদ্ধ করা হতে পারে সব ধরনের জমায়েত।
পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এমনই ইঙ্গিত দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি।
তিনি বলেন, করোনার কারণে এ বছর আসন্ন রমজান মাসে আমরা সম্মিলিত ইবাদত থেকে বঞ্চিত হতে যাচ্ছি। কিন্তু মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনেরও সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছি। কাজেই এ বিষয়ে উদাসিন থাকা উচিত হবে না।
করোনাভাইরাসের কারণে রমজান মাসের সম্মিলিত ইবাদত যেমন, তারাবির নামাজ, ইফতার পার্টি সব কিছু নি’ষিদ্ধ হতে যাচ্ছে। ঘরের ভেতরে সব ইবাদত করতে বলা হচ্ছে।