বেতন কাটার পক্ষে সাড়া দিলেন রিয়ালের খেলোয়াড়রাও

প্রকাশিত: এপ্রি ১০, ২০২০ / ১১:০২পূর্বাহ্ণ
বেতন কাটার পক্ষে সাড়া দিলেন রিয়ালের খেলোয়াড়রাও

করোনার দুর্যোগ এড়াতে খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো। অনেক ফুটবলার ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার বিপক্ষেও কথা বলে বলছেন। বিপক্ষে ছিলেন রিয়াল মাদ্রিদের কিছু ফুটবলারাও। শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদলে বেতন কাটার পক্ষে সায় দিয়েছেন রিয়াল তারকারাও।

করোনার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থা। বন্ধ হয়ে গেছে বিশ্বের সব টুর্নামেন্ট। কবে খেলা শুরু হবে তাও অনিশ্চিত।

এই কঠিন সময়ে অনেক ফুটবলার ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। খেলোয়াড়দের ৭০ ভাগ করে বেতন কেটেছে বার্সেলোনা। চার মাসের বেতন নেবেন না জুভেন্টাসের খেলোয়াড়রাও। এ ছাড়া আতলেটিকো মাদ্রিদ, বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া ডটমুন্ডও বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।

সেই পথ ধরে ক্লাবের পাশে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাও। পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ১০ থেকে ২০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপের অন্যতম ক্লাবটি।

শুধু ফুটবলারাই নন ক্লাব ডিরেক্টর ও তাদের বাস্কেটবল দলও বেতন কম নিতে রাজি হয়েছে বলে জানিয়েছে রিয়াল। অবশ্য বেতন কাটার প্রকৃত পরিমাণটা নির্ধারণ হবে ২০১৯-২০ মৌসুম কীভাবে শেষ হবে তার ওপর। বেতন কাটতে দুটি পথ বেছে নিয়েছে রিয়াল। একটি হলো জরুরি অবস্থার পর আবার খেলা শুরু হলে ১০ শতাংশ বেতন কেটে রাখা হবে, আর খেলা না হলে বেতন কাটা হবে ২০ শতাংশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন