১০ শতাংশ বেতন কম নেবেন রিয়াল ফুটবলাররা

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে স্পেনের অবস্থা এখন ভয়াবহ। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দেশটিতে। সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে। এতে কঠিন আর্থিক সংকটে পড়ে গেছে ক্লাবগুলো।
ফুটবলার-কর্মচারীদের বেতন দিতে পারছে না। এই আর্থিক সঙ্কট সামাল দিতে বেতন কাটার পথ বেছে নিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদও।
তবে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় চলতি বছর ১০ থেকে ২০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বেতন কাটার প্রকৃত পরিমাণটা নির্ধারণ হবে ২০১৯-২০ মৌসুম কীভাবে শেষ হবে তার ওপর। এর পাশাপাশি রিয়ালের ক্লাব ডিরেক্টরস এবং তাদের বাস্কেটবল দলও বেতন কম নিতে রাজি হয়েছে।
এর আগে ক্লাবকে সহায়তা করার জন্য সঙ্কটকালীন সময়ে ৭০ শতাংশ বেতন কম নিতে রাজি হয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রা। বার্সার বেতন কর্তন নিয়ে অবশ্যে বেশ নাটকও হয়েছে।
এছাড়া বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন, বরুসিয়া মনশেনগ্লাডবাখ, শালকে-০৪, হফেনহাইমের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্তাসও একই সিদ্ধান্ত নিয়েছে।