ব্রিটেনে মৃ’ত্যের সংখ্যা ৭ হাজার পেরিয়ে ১০ হাজারের পথে!

Apr 9, 2020 / 01:27am
ব্রিটেনে মৃ’ত্যের সংখ্যা ৭ হাজার পেরিয়ে ১০ হাজারের পথে!

ইতালি-স্পেনের মতো মৃ’ত্যুপুরী হতে চলেছে রানীর দেশ গ্রেট ব্রিটেন। গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন আরো ৯৩৬ জন। ম’হামারি শুরুর পর থেকে সেখানে এটাই সর্বোচ্চ মৃ’ত্যুর রেকর্ড।

সবচেয়ে ভয়’ঙ্কর বিষয়, ম’হা’মারির প্রারম্ভিক এই পর্যায়ে ইতালিতে যে মৃত্যুহার ছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৭ হাজার পেরিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ১০ হাজারের মাইলফলক অতিক্রম করবে বলে এটা বলাই যায়।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, যুক্তরাজ্যে করো’না আ’ক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মা’রা গেছেন ইংল্যান্ডে, ৬ হাজার ৪৩৮ জন। এরপর স্কটল্যান্ডে ৩৬৬ জন, ওয়েলসে ২৩৫ জনও নর্দার্ন আয়ারল্যান্ডে ৭৮ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে মা’রা গেছেন ৮২৮ জন, স্কটল্যান্ডে ৭০ জন, ওয়েলসে ৩৩ জন ও নর্দার্ন আয়ারল্যান্ডে পাঁচজন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ক’রোনা আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬০ হাজার, মা’রা গেছেন ৭ হাজার ৯৫ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।

বিভিন্ন অঞ্চলের তথ্য সমন্বয়ে ঘাটতির কারণে মোট আ’ক্রা’ন্ত ও মৃ’তের সংখ্যায় কিছুটা হেরফের থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃ’ত্যুহার ভয়াবহ আকারে বাড়তে পারে বলে আ’শ’ঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: মেট্রো ইউকে। কালের কন্ঠ