খু’নি মাজেদের রায় কার্যকর করার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে

প্রকাশিত: এপ্রি ৭, ২০২০ / ০৯:২৮অপরাহ্ণ
খু’নি মাজেদের রায় কার্যকর করার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে

বঙ্গবন্ধুর খু’নি আব্দুল মাজেদের বি’রুদ্ধে রায় কার্যকর করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকতা শেষ হলেই এই রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের গুলশানের অফিস থেকে একটি ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, তিনি কা’রাগারে ক’রো’না’ভা’ইরাসের ঝুঁ’কি সৃষ্টি করতে পারেন কি-না, এমন প্রশ্ন আমার কাছে এসেছে। আব্দুল মাজেদকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে গ্রে”প্তার করা হয়েছে।

তিনি ফাঁ’সি’র দ’ণ্ডে দ’ণ্ডি’ত একজন আ’সা’মি। ফাঁ’সির দ’ণ্ড’প্রাপ্ত আ’সা’মিদের কা’রা’গারে সলিটারি কনফাইনমেন্টে (পৃথক সেল) রাখা হয়। আব্দুল মাজেদ সলিটারি কনফাইনমেন্টে থাকবে। এ হিসেবে তিনি ক’রো’না’ভা’ই’রাস ছড়ানোর কোনো ঝুঁ’কি সৃষ্টি করবেন না।

তিনি বলেন, আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হ’ত্যা’র ষ’ড়যন্ত্র এবং হ’ত্যা’কা’ণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার পর বিচারিক আদালত এবং আপিল আদালত তাকে ফাঁ’সি’র দ’ণ্ড দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হ’ত্যা’র দায়ে মৃ’ত্যু’দ’ণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদ ২৩ বছর ধরে প’লা’তক ছিলেন। সোমবার দিবাগত রাতে মিরপুর থেকে’ তাকে গ্রে’প্তা’র করে পুলিশ।

সুত্রঃ কালের কন্ঠ

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন