অসহায় মানুষদের পাশে দাড়ালেন অধিনায়ক সালমা

ক’রোনাভা’ইরাসের কারণে অসহায়-দুস্থ মানুষদের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। সারাদেশেই কাজ হারিয়ে অভাবী মানুষজন রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য প্রার্থনা করছে। সেই সব অসহায়-দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
নিজ দেশের বাড়ি খুলনায় নিম্ন আয়ের ৬০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার বিতরণ করেছেন সালমা।
খুলনার রূপসা উপজেলার রাজাপুর ইউনিয়নের মিল্কি দেয়ারায় অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ৩৪টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার।
দেশের সকলকে অসহায়দের পাশে দাড়ানোর আহ্বানও জানান সালমা। এছাড়া সরকারের দিক-নির্দেশনা মেনে চলার পরামর্শও দেন তিনি।
এছাড়া রাজশাহীতে নিজ বাসার আশে-পাশে ২শ পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার পান্না ঘোষ।
সুত্রঃ কালের কন্ঠ