হাফিজ ও মালিকের পাকিস্তানের স্বার্থেই অবসর নেয়া উচিত : রমিজ রাজা

Apr 7, 2020 / 06:36pm
হাফিজ ও মালিকের পাকিস্তানের স্বার্থেই অবসর নেয়া উচিত : রমিজ রাজা

পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা বলেছেন, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের উচিত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়া।

তারা পাকিস্তানের জন্য দীর্ঘদিন ধরেই খেলেছে, অনেক জয়ে তাদের অবদান রেখেছে। পাকিস্তানের স্বার্থেই এখন তাদের অবসরে যাওয়া উচিত।

পাকিস্তানের সাবেক তারকা ওপেনার রমিজ রাজা আরও বলেছেন, আমি মনে করি তারা এখন অবসর নিলে পাকিস্তান ক্রিকেটের জন্যই ভালো হবে। এখন আমাদের একটি ভালো মানের পুল রয়েছে।

আশা করি সাবেক দুই অধিনায়ক হাফিজ ও মালিক অবসর নিলে পাকিস্তানের তেমন কোনো ক্ষতি হবে না বরং ভালোই হবে। তরুণরা জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

হাফিজ জাতীয় দলের হয়ে ২০০৩ সালের পর থেকে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৫৮ রান করেছেন। আর বল হাতে জাতীয় দলের হয়ে ৩৬৪ ম্যাচে শিকার করেছেন ২৪৬ উইকেট।

অধিনায়ক হিসেবে পাকিস্তানের হয়ে ২৯টি টি-টোয়েন্টি, দুটি ওয়ানডে ও একটি টেস্টে নেতৃত্ব দেন হাফিজ। তার অধিনায়কত্বে ৩৩ ম্যাচের মধ্যে ১৮টিতে জয় পায় পাকিস্তান।

৩৯ বছর ১৭৩ দিন বয়সী হাফিজ সম্প্রতি জানিয়েছেন অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন।

শোয়েব মালিক পাকিস্তানের হয়ে ১৯৯৯ সালের পর থেকে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১২টি সেঞ্চুরি সাহায্যে ১১ হাজার ৭৫৩ রান সংগ্রহ করেছেন। আর বল হাতে সবমিলে ৪৩৫ ম্যাচে শিকার করেছেন ২১৮ উইকেট।

শোয়েব মালিক অধিনায়ক হিসেবে পাকিস্তানের হয়ে ৩৪টি ওয়ানডে, ২০টি টি-টোয়েন্টি ও তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে পাকিস্তান জয় পায় ৩৪ ম্যাচে। ৩৮ বছর ৬৬দিন বয়সী মালিক এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন, কবে নাগাদ অবসর নেবেন সে ব্যাপারে আগাম কিছুই বলেননি।