আরব আমিরাতে প্রবাসীদের জন্য দারুন সুখবর

Apr 7, 2020 / 12:51am
আরব আমিরাতে প্রবাসীদের জন্য দারুন সুখবর

সংযুক্ত আরব আমিরাতে ভিসার মেয়াদ শেষ হলেও চলতি ২০২০ সালের শেষ লাগাদ জরিমানা হবে না বলে ঘোষণা দিলেন দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মাোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

তিনি রবিবার (৫ এপ্রিল) মন্ত্রীপরিষদের বৈঠকে এই ঘোষণা দেন। এতে করে চলতি বছরের মধ্যে রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হলেও জরিমানা হবে না।

গতকাল রবিবারের অনলাইন বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ সব মন্ত্রীরা অংশ নেন। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সকল সিদ্ধান্তকে বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

করোনাভাইরাসের কারণে দেশে দেশে নানা সংকটের কারণে আমিরাতেও সব কিছুতে নানা সংকট সৃষ্টি হয়। ফলে অনেকেই অনেকভাবে নানা সমস্যার থাকার কারণে ভিসাসহ অন্যান্য নিয়মিত কাজ কর্ম করতে ব্যর্থ হচ্ছেন।

এমতাবস্থায় আমিরাত প্রধানমন্ত্রীর এ ঘোষণা সকল প্রবাসীর জন্য সত্যিই স্বস্তিদায়ক।

উল্লেখ্য যে, আমিরাতে রবিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৯৯ জন, সুস্থ হয়েছেন ১৪৪ জন ও মারা গেছেন ১০ জন। আক্রান্তের মধ্যে ২৩ জন বাংলাদেশিও আছেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন।

সূত্র : কালের কণ্ঠ