করোনায় আরও ৩৫ জন আক্রান্ত শনাক্ত, ৩ জনের মৃত্যু : আইইডিসিআর

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন নয়, তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নতুন করে ২৯ জন নয়, ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৬৪ জনই ঢাকার বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ৩০ জন পুরুষ ও পাঁচজন নারী। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।
এর আগে আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মৃতের সংখ্যা কমার ব্যাপারে আইইডিসিআরের ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান, নাম বিভ্রান্তির কারণে এর আগে স্বাস্থ্যমন্ত্রী মৃতের সংখ্যা চারজন বলেছিলেন।
আজ মীরজাদী সেব্রিনা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন। এ ছাড়া এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৩৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। বাংলাদেশে একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড হয়েছে। এ ছাড়া এ সময়ে সুস্থ হয়েছেন আরো তিনজন।’
গত ২৫ মার্চ প্রথমবারের মতো আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
সূত্র : এনটিভি অনলাইন
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন