মেয়র আইভী নারায়ণগঞ্জে কারফিউ চাইলেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কারফিউ জারির আবেদন করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন জানিয়েছেন।
আজ রোববার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ায় এবং আক্রান্ত হওয়ায় প্রশাসন কয়েকটি এলাকা লকডাউন করেছে। সিটি এলাকায় ইপিজেডসহ বিভিন্ন শিল্পকারখানা এবং শ্রমিকের ঘনবসতি এলাকা হওয়ায় করোনা মহামারি আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।
তাই সিটি মেয়র অনুরোধ জানিয়েছেন জরুরি ভিত্তিতে কারফিউ জারি করে মানুষকে ঘরে রাখার ব্যবস্থা করার জন্য। এদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানও মেয়রের এ দাবির সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
সুত্রঃ এনটিভি