ইনস্টাগ্রাম মেপে দিবে ‘করোনায় সামাজিক দূরত্ব’

করোনা সংক্রমণ এড়াতে এক মিটার (৩.৩ ফুট) দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলছেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোর হিসাব করা অনেকের জন্য বেশ ঝামেলাই বটে।
তবে চিন্তা নেই, ইনস্টাগ্রামের লেন্স ফিচার চালু করলেই সামনে থাকা ব্যক্তি থেকে কত দূরত্বে দাঁড়াতে হবে তা স্মার্টফোনের স্ক্রিনে দেখা যাবে। আরও পড়ুন: করোনার কারনে বেকার হচ্ছেন প্রবাসীরা — সিঙ্গাপুরে থাকা বাংলাদেশিরা বেতনসহ এক মাসের ছুটি পাচ্ছেন