শাহরুখ-গৌরী ‘কোয়ারেন্টিনের জন্য নিজেদের অফিস দিলেন’

করোনাভাইরাসের সংকটে দেশের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। নিজের মালিকানাধীন একাধিক সংস্থা-রেড চিলিস এন্টারটেনমেন্ট, নাইট রাইডার্স,
মীর ফাউন্ডেশন আর রেড চিলি ভিএফএক্স-এর সঙ্গে সম্মিলিতভাবে দিল্লি-মুম্বাই-বাংলা এবং প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অনুদান দিয়েছেন বলিউড বাদশাহ।
পাশাপাশি নানা ধরনের সাহায্যের ঘোষণাও করা হয়েছে। এরই সঙ্গে শাহরুখ ও গৌরী তাঁদের ব্যক্তিগত অফিস এবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) কোয়ারানটিন সেন্টার করার জন্য দিয়ে দিলেন।
বিএমসি’র তরফ থেকে শনিবার টুইট করে শাহরুখ ও গৌরীকে ধন্যবাদ জানানো হয়েছে। শাহরুখদের চার তলা অফিসে বয়স্ক, মহিলা এবং শিশুদের কোয়ারানটিন রাখার ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়াও রোটি ফাউন্ডেশনের সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন ১০ হাজার দুঃস্থ মানুষকে প্রতিদিন খাবার দেবে। এসব খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেন প্রশংসাও মিলছে বাদশাহ খানের।