ইরানে থাকা মায়ের জন্য দু’শ্চিন্তায় মন্দানা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ক’রো’না’ভা’ই’রাস। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। ভারতে ২১ দিনের ‘ল’ক’ডাউন ঘোষণা করা হয়েছে। মানুষ হোম কো’য়া’রেন্টিনে আছে। ভ্রমণ প্রায় বন্ধ হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে পরিবার ইরানে থাকায় গভীর উদ্বেগে রয়েছেন ইরানীয় অভিনেত্রী মন্দানা করিমি। যদিও দীর্ঘদিন এ অভিনেত্রী কাজ করছেন ভারতে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল প্রতিবেদনে জানিয়েছে, ক’রো’না পরিস্থিতিতে কঠিন সং’কটের মধ্য দিয়ে যাচ্ছেন মন্দানা করিমি। তাঁর মা এখন ইরানে। ভ্রমণ বন্ধ হওয়ায় পরিবারের সঙ্গে দেখাও করতে পারছেন না এ নায়িকা। পরিবারের লোকজনের শারীরিক সুস্থতা নিয়েও চিন্তিত তিনি।
হিন্দুস্তান টাইমসকে মন্দানা বলেছেন, দুই সপ্তাহ ধরে ভারতেও কঠিন সংকট যাচ্ছে। অথচ ৬০ দিন ধরে পুরো অবস্থা নিয়ে গভীর উ’দ্বেগের মধ্যে দিন কাটছে তাঁর।
‘হোলির সময় মা আমার সঙ্গে ছিলেন, গেল সাত-আট বছর ধরেই তিনি আসেন। এ বছর আসতে পারেননি (ভারতে)। আমি তাঁকে কিছুই পাঠাতে পারিনি।
হ্যান্ড স্যানিটাইজার, ওষুধসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ওঁরা। একমাত্র ইন্টারনেটের মাধ্যমে ওঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সেখানকার (ইরান) অবস্থা সত্যিই খারাপ,’ বলেন মন্দানা।
মন্দানা আরো বলেন, ইরান সরকার পর্যাপ্ত সহায়তা দিতে পারছে না। ‘এমনকি (করোনা) পরীক্ষাও সহজলভ্য নয়। যদি আপনাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়, তবে তারা হাসপাতালে নিয়ে যাবে। আরোগ্য লাভের মতো অবস্থা নেই,’ যোগ করেন তিনি।
ভারতে ল’ক’ডা’উ’নের কারণে মন্দানা নিজেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। ঘরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুদের অভ্যাস তাঁর কখনো ছিল না, আর এখন এর জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে।
‘খাবার মজুদ নিয়ে এখন আমাকে সংগ্রাম করতে হচ্ছে। আমি সব সময় ভ্রমণের মধ্যে থাকি। তাই কখনো খাবার মজুদ করতে হয়নি। কীভাবে মুরগির মাংস ও তাজা সবজি সংরক্ষণ করতে হয়, সেসব এখন শিখছি।
এটা একটা শিক্ষাপ্রক্রিয়ার অংশ। আমার ঘরে দুটি কুকুরও আছে। এসব কারণে আমার নতুন জীবন শুরু হয়েছে। সারা দিন ঘরে থাকার অভ্যাসও আমার নেই,’ এই বলে কথা শেষ করেন মন্দানা করিমি।
নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজের তথ্যমতে, ভারতে এ পর্যন্ত ক’রো’না’য় মারা গেছেন ৭৭ জন এবং আ’ক্রা’ন্তের সংখ্যা দুই হাজার ৯০৬ জন। বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসে আ”ক্রান্ত হয়ে মা’রা গেছেন ৬০ হাজারের বেশি মানুষ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন