৫১ লাখ রুপি দিয়ে চলচ্চিত্রকর্মীদের সাহাজ্য করলেন অজয়

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। পুরো ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এ কারণে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে দিনমজুরদের জীবনে।
করোনাভাইরাস মোকাবিলায় অবিরাম জনসচেতনতা গড়ে তুলছেন বলিউড তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বার্তা দিচ্ছেন তাঁরা। সঙ্গে বাড়িয়ে দিচ্ছেন সহায়তার হাত। এমন পরিস্থিতিতে চলচ্চিত্রকর্মীদের সহায়তায় এগিয়ে এলেন সুপারস্টার অজয় দেবগন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বেই আর্থিক খাত ক্ষতির মুখে পড়েছে। ভারতের নাগরিকদের সহায়তা ও সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যথাসাধ্য চেষ্টা করছে বলিউড ইন্ডাস্ট্রি।
এরই মধ্যে বলিউডের অনেক তারকা আর্থিক সাহায্য করেছেন বিভিন্ন তহবিলে। এবার ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িসকে (আইএফটিডিএ) ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন অজয় দেবগন। সংগঠনটির প্রেসিডেন্ট অশোক পণ্ডিত এ অনুদানের জন্য অজয়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এর আগে বলিউড সুপারস্টার সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, কমেডিয়ান ও উপস্থাপক কপিল শর্মা, আলিয়া ভাট, শিল্পা শেঠি, কারিনা কাপুর, একতা কাপুর, কার্তিক আরিয়ান নানাভাবে করোনা মোকাবিলায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন।
Dear @ajaydevgn, we thank U for your generous contribution of ₹51 lakhs towards @fwice_mum, for the benefit of our 5 lakh #CineWorkers. U have proved time & again, especially in times of crisis, that U are a real life #Singham. God bless U.#FWICEFightsCorona #IndiaFightsCorona pic.twitter.com/e2NZ0V3q52
— Ashoke Pandit (@ashokepandit) April 1, 2020