ঢাকার মসজিদের কোয়ারেন্টিনে তাবলিগের ৩২১ বিদেশি

Apr 4, 2020 / 05:35pm
ঢাকার মসজিদের কোয়ারেন্টিনে তাবলিগের ৩২১ বিদেশি

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় তাবলিগের প্রচারে বাংলাদেশে আসা ৩২১ বিদেশিকে ঢাকার দুটি মসজিদে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব মসজিদে কারো প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে যাত্রাবাড়ী ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভারতসহ বিভিন্ন দেশ সফর করে বাংলাদেশে আসা মোট ৩২১ জন তাবলিগ জামায়াতের সদস্যকে দুটি ভাগে বিভক্ত করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরমধ্যে ১৯১ জনের একটি গ্রুপকে ঢাকার কাকরাইল জামে মসজিদে রাখা হয়েছে। তাঁরা মাওলানা সাদ কান্ধলভির অনুসারী। অন্য ১৩০ জনকে যাত্রাবাড়ীর কলাপট্টি মদিনা জামে মসজিদে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ বিষয়ে রমনা থানার ওসি মনিরুল ইসলাম দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘১৯১ জনের একটি গ্রুপকে ঢাকার কাকরাইল জামে মসজিদে রাখা হয়েছে। বর্তমানে কাকরাইল জামে মসজিদে কাউকে প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছে না।’

অপরদিকে যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বিবদমান দুটি অংশের মধ্যে মাওলানা জোবায়েরের অনুসারী ১৩০ জনকে মদিনা মসজিদে রাখা হয়েছে। তাঁরা ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নাগরিক। মদিনা মসজিদ বড় হওয়ায় ১৩০ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে এনে সেখানে আলাদা রাখা হয়েছে। তাদের দাওয়াতি কাজ শেষ। বিমানবন্দর খুললেই তাদের দেশে পাঠানো হবে।’

ভারত সরকারের দাবি অনুযায়ী সম্প্রতি ভারতের দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশ থেকে অনেকের মধ্যে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে।

গত দুদিনের পরীক্ষায় ওই সমাবেশে অংশ নেওয়া ৬৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে। এরপর প্রায় দুই হাজার মুসল্লিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তার আগে মালয়েশিয়ায় তাবলিগের একটি সমাবেশ থেকে সেদেশে অনেকের মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়ে।

সূত্র : এনটিভি অনলাইন