ফ্রান্সে ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল ১২০ প্রাণ

Apr 4, 2020 / 10:49am
ফ্রান্সে ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল ১২০ প্রাণ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সের ১ হাজার ১২০ জন প্রাণ হারিয়েছে। গতকাল এ মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৩৫৫ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫০৭ জন।

এদিকে এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। প্রাণ হারিয়েছে ৫৮ হাজার ১৪৯ জন।

ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬৬ জন। দেশটিতে মোট মারা গেছে ১৪ হাজার ৬৮১ জন। যুক্তরাষ্ট্রে ৭৩৩ জনসহ মোট মারা গেছে ৬ হাজার ৮০৩ জন। এছাড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জন, স্পেনে মারা গেছেন ৫৮৭ জন।

করোনাভাইরাস: একদিনে বিশ্বজুড়ে মৃত ৬ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে প্রায় ৬ হাজার (৫৯৭৩ জন) মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে করোনায় মৃতের সংখ্যা ১৩২১ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩৯২ জন।

এছাড়াও ফ্রান্সে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১১২০ জন। স্পেনে ৮৫০, ইতালিতে ৭৬৬ এবং যুক্তরাজ্যে ৬৮৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতের তালিকায় নতুন যোগ হওয়া সংখ্যাসহ করোনাভাইরাসে মোট মৃত্যু- ইতালিতে ১৪ হাজার ৬৮১ জন, স্পেনে ১১ হাজার ১৯৮ এবং ফ্রান্সে ৬ হাজার ৫০৭ জন।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়।

শনিবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১১ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে প্রায় ৬০ হাজার মানুষ। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লক্ষাধিক ব্যক্তি।