আলিয়া-রণবীর ল’কডাউনে একসঙ্গে

ভারত ল’ক’ডা’উনের কবলে। বিনোদন জগতের তারকারাও ঘর’ব’ন্দী হয়েছেন অনেকে। তবে কাজের মধ্যে আটকে থাকা এসব তারকারা ভক্তদের কাছে নিজেদের দৈনন্দিন কার্যকলাপ ভাগাভাগি করে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ল’ক’ডাউনের মধ্যে রণবীর কাপুর আর আলিয়ার একটা ভিডিও ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে তাদের দুজনকেই একসঙ্গেই জিমের পোশাকে এক বহুতলের নিচে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের সঙ্গী রণবীরের পোষ্য লিয়োনেল।
ক’দিন আগেই বাড়িতে বসে নিজের ফোটোগ্রাফির প্রতিভা জাহির করতে আলিয়া নিজের পোষ্য এডওয়ার্ড ও রণবীরের দুই পোষ্য লিয়োনেল ও নিডোর ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ও ছবি দেখেই অনেকে মনে করছেন এ লাভবার্ডস হয়তো একসঙ্গেই সময় কাটাচ্ছেন।
এ-ও শোনা যাচ্ছে, লকডাউন ঘোষণার রাতেই ব্যাগ গুছিয়ে কপুর বাড়িতে এসে উঠেছেন আলিয়া। ইতোমধ্যে বাবাকে মিস করার ছবিও আলিয়া পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। আর ক’টা দিন গেলেই হয়তো স্পষ্ট হবে তারা থাকছেন কোথায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন