ক’রো’না মস্তিষ্কেরও অস্বাভাবিক ক্ষ’তি করছে!

Apr 4, 2020 / 12:44am
ক’রো’না মস্তিষ্কেরও অস্বাভাবিক ক্ষ’তি করছে!

ক’রো’না সং’ক্র’মণে দেখা দিচ্ছে নতুন নতুন উ’পসর্গ। ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবরের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে ক’রো’না সং’ক্র’মণে।

এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। শ্বা’স’কষ্ট না হলেও সর্দি, কাশি, জ্বরের সঙ্গে এই উপসর্গগুলো দেখা দিলে চিকিত্‍সকরে পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বাদ ও ঘ্রানশক্তি হারানো ক’রো’না’ভা’ইরাসের নতুন উপসর্গ। এই উপসর্গ নিয়ে একাধিক ক’রো’না আ’ক্রা’ন্ত রোগী ভর্তি হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে আমেরিকায় তো এই উপসর্গ অধিকাংশ ক’রো’না আ’ক্রা’ন্ত রোগীর দেখা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি ক’রো’না সং’ক্র’ম’ণ হয়েছে আমেরিকাতেই।

হজম শক্তি কমে যাওয়া ক’রো’না’ভা’ইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ। যার কারণে ডায়রিয়া উপসর্গ দেখা দিচ্ছে আ’ক্রা’ন্তদের শরীরে। ক’রো’না সং’ক্র’ম’ণের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হলো চোখ গোলাপী হয়ে যাওয়া।

তবে এই উপসর্গ খুব কম রোগীর শরীরেই দেখা দিয়েছে। এক থেকে তিন শতাংশ ক’রো’না আ’ক্রা’ন্ত রোগীর চোখ গোলাপী হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। তার সঙ্গে চোখ ফুলে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।

আর এবার বলা হচ্ছে, ক’রো’না রোগীদের আরো এক নতুন লক্ষণ দেখা যাচ্ছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সর্দি, কাশি, জ্বরের সঙ্গে স্নায়ুবিক সমস্যাও দেখা যাচ্ছে। চিকিত্সকরা পর্যবেক্ষণ করেছেন, কিছু রোগীদের মধ্যে স্নায়ুবিক সমস্যাও ক’রো’না’ভাইরাস সং’ক্র’মণের লক্ষণ হতে পারে।

কিছু করোনা রোগীর শরীরে খিঁচুনি দেখা দিয়েছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আবার মস্তিষ্কেরও অস্বাভাবিক ক্ষতি করেছে ক’রো’না’ভা’ই’রা’স। বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত নতুন প্রতিবেদনের ভিত্তিতে গবেষকরা এই তথ্য জানিয়েছেন।

সুত্রঃ কালের কন্ঠ