বিশ্বকাপের আগেই আইপিএল চান ভন

Apr 4, 2020 / 12:35am
বিশ্বকাপের আগেই আইপিএল চান ভন

আইপিএলের টাকার ঝনঝনানির সামনে ক্রিকেটের বৈশ্বিক আসরগুলোও অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, এ বছর আইপিএল অনুষ্ঠিত করতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দুই বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কারণ ক’রো’না’ভা’ই’রাসের কারণে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। এবার সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও বললেন, বড় করে না হলেও পাঁচ সপ্তাহের সংক্ষিপ্ত আইপিএল আয়োজন করা যেতে পারে। সেটা আবার বিশ্বকাপের আগে।

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বে প্রতিদিনই ক’রো’না ভা’ই’রাসে আ’ক্রা’ন্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই ৫০ হাজারের কাছাকাছি লোক মা’রা গিয়েছেন এই ভা’ই’রাসের কবলে পড়ে।

প্রায় ১ মিলিয়নের বেশি লোক এখনও লড়াই করছে এই ভা’ই’রা’সে আ’ক্রা’ন্ত হয়ে। এমন অবস্থায় আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। অনেকেই এবারের আইপিএল বাতিল করার পক্ষে। যদিও বিসিসিআইয়ের অনেক কর্মকর্তা আবার অগাস্ট-সেপ্টেম্বরের উইন্ডোতে দু-একটি সফর বাতিল করে আইপিএল খেলানোর পক্ষপাতী।

ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, পরিস্থিতি স্বাভাবিক হতে এখন বেশ কয়েকমাস সময় লাগবে। এমন অবস্থায় সম্ভবত আইপিএল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই আয়োজকদের।

ভন অবশ্য ক্রিকেট ভক্তদের আশার কথা শোনাচ্ছেন, ‘অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার আগে যদি আইপিএল আয়োজন করা যায় তাহলে ক্রিকেটাররা পর্যাপ্ত প্রস্তুতি পাবে। তারপরে বিশ্বকাপ খেলা খারাপ হবে না। গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপ এবং সেই সঙ্গে আইপিএল আয়োজিত হওয়া।’

এই যুক্তি অনুযায়ী, অক্টোবরে বিশ্বকাপ হওয়ার আগে সেপ্টেম্বরে আইপিএল চাইছেন তিনি। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজিত এশিয়া কাপ খেলতে যাওয়ার কথা ভারতের।

এরপরেই ঘরের মাটিতে ভারতকে ইংল্যান্ডের বিপক্ষে তিনটে টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে হবে। ভনের এই যুক্তি উড়িয়ে দিয়ে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, সেপ্টেম্বরে ভারতে বর্ষাকাল। মুম্বাই, চেন্নাই জলের নিচে থাকে। এত সহজভাবে কোনো কথা বলা উচিত নয়।