কোহলি ক’রোনা মো’কাবেলায় ৩ কোটি রুপি দান করল

Apr 3, 2020 / 10:48pm
কোহলি ক’রোনা মো’কাবেলায় ৩ কোটি রুপি দান করল

ক’রো’না’ভা’ইরাস মো’কাবেলায় ৩ কোটি রুপি দান করেছেন বিরাট কোহলি-আনুশকা জুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিয়েছেন তারা।

এর আগে শচীন টেন্ডুলকার ৫০ লাখ, সুরেশ রায়না ৫২ লাখ, আজিঙ্কা রাহানে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া সাধ্যমতো এগিয়ে এসেছেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারাও।

এক টুইট বার্তায় কোহলি লেখেন, আনুশকা ও আমি প্রধানমন্ত্রীর তহবিল ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (মহারাষ্ট্র) আমাদের সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।

মানুষের দু’র্ভো’গ আমরা অনুধাবন করতে পারছি এবং প্রত্যাশা করছি, আমাদের সাহায্য নাগরিকদের কষ্ট দূর করতে কিছুটা হলেও অবদান রাখবে।