যুক্তরাজ্যে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫৬৯ জনের মৃত্যু

Apr 3, 2020 / 10:34am
যুক্তরাজ্যে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫৬৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে যুক্তরাজ্যেও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে চার হাজার ২৪৪ জন।

এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭১৮ জনে। আর মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯২১ জনের। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫ জন, খবর দ্য গার্ডিয়ান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও। রোগ শনাক্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। প্রয়োজন হলে আরো কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলেও জানান তিনি।

কয়েকদিন আগেই করোনাভাইরাস সংকট আরো খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বরিস জনসন। যুক্তরাজ্যের সব বাড়িতে পাঠানো এক খোলা চিঠিতে এ হুঁশিয়ারি জানান তিনি।

২০১৯ সালে ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা নয় লাখ ৫৫ হাজার ১৩৬। আর মারা গেছেন ৪৮ হাজার ৫৭৬ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ১১ জন।