হনুমান নই আমরা: কোহলি

ল’কডাউন থাক বা না থাক সবসময় সোশ্যাল সাইটে সরব থাকেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর তার সহধর্মীনি বলিউড স্টার আনুশকা শর্মা। ক’রো’না’ভা’ইরাস আ’ত’ঙ্কে যখন সবাই ভুগছে তখনও তারা এগিয়ে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাদের সমর্থন নিয়ে।
সকল নির্দেশনা মেনে চলার আনুরোধ জানিয়েছেন। বার বার ঘুরে ফিরে দেশবাসীর উদ্দেশে সেই বার্তা দিয়েছেন এই সেলিব্রিটি জুটি।
এবার বিরাট কোহলি ইনস্টাগ্রামে স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ঘরোয়া মুহূর্তের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের হাসি মিথ্যে হতে পারে কিন্তু আমরা হনুমান নই #StayHome #stayhealthy #staysafe’।
ক’রো’নার প্রথম দিন থেকেই তারা দুজনেই নিয়ম মেনে ঘরে আশ্রয় নিয়েছেন। আর তখন থেকেই ভারতের সবাইকে বারবার ঘরে থাকার অনুরোধ জানিয়ে আসছেন কোহলি।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা ক’রো’না’ভা’ই’রা’সের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক অনুদান দিয়েছেন। ভারতের প্রচুর ক্রীড়াবিদরা তাদের সাধ্য অনুযায়ী এগিয়ে এসেছেন এই ল’ড়াইয়ে সরকারের পাশে দাঁড়াতে।
সেই তালিকায় রয়েছেন অনেক ক্রিকেটারও। ক’রো’নার জন্য সারাবিশ্বে সব ধরনের খেলাধুলা বন্ধ আছে। বাতিল হয়ে গিয়েছে উইম্বলডন এবং অলিম্পিকের মতো বড় দুই আসর। আইপিএল স্থগিত করা হয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। যদিও এই টুর্নামেন্ট বাতিলের সম্ভাবনাই বেশি।