করোনাভাইরাস মোকাবিলায় কঠোর অবস্থানে সেনাবাহিনী

Apr 2, 2020 / 12:10pm
করোনাভাইরাস মোকাবিলায় কঠোর অবস্থানে সেনাবাহিনী

করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিনসহ সরকারের নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘সারা দেশে সেনাবাহিনীর ৫২৫টি টিম স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছে।’

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গত ২৩ মার্চ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী) মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এর পরদিন ২৪ মার্চ থেকে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত দেশে ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।