জ্বর হলেই ধরবে পুলিশ : এই গু’জবে কান দেবেন না

Apr 1, 2020 / 07:45pm
জ্বর হলেই ধরবে পুলিশ : এই গু’জবে কান দেবেন না

থানকুনি পাতা, চা পান, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়- এমন সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে। এছাড়া ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে- এমন গু’জবেও কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে সরকার।

ক’রো’না’ভা’ই’রাসে সং’ক্র’ম’ণের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ার মধ্যেই বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে এ আহবান জানানো হয়।

গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশে ক’রো’না’ভা’ই’রাসে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জন। মৃ’ত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় একজনের মৃ’ত্যু হয়েছে। নতুন করে আ’ক্রা’ন্ত হয়েছেন তিনজন।

মোট সুস্থ হয়েছেন ২৬ জন। সরকারি তথ্যবিবরণীতে বলা হয়- ক’রো’না’ভা’ই’রাস সং’ক্র’মণ প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভিন্ন বি’ভ্রা’ন্তিকর ধারণা ও গু’জ’ব লক্ষ করা যাচ্ছে।

এ সব ভ্রান্ত ধারণা বা গু’জ’বের মধ্যে রয়েছে থানকুনি পাতা খেলে, ঘন ঘন চা পান করলে, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়। এ রোগ গরিবদের হয় না, বরং সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসীদের হয়ে থাকে।

এছাড়া ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে। তথ্য বিবরণীতে এ সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এবং কোনো প্রকার গুজ’বে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ক’রো’না’ভা’ইরাসে রো’ধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এই ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ হতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি ও শি’ষ্ঠা’চার মেনে চললে এই ভা’ই’রা’স থেকে রক্ষা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।