গণমাধ্যম কর্মী ও চিকিৎসকদের পিপিই দিলেন মাশরাফি

Mar 31, 2020 / 11:49pm
গণমাধ্যম কর্মী ও  চিকিৎসকদের পিপিই দিলেন মাশরাফি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের সময়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নিজস্ব তহবিল থেকে জেলার চিকিৎসক ও গণমাধ্যম কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমপি মাশরাফির পক্ষ থেকে তার বাবা গোলাম মর্তুজা স্বপন চিকিৎসক ও সাংবাদিকদের দেয়ার জন্য সিভিল সার্জন আব্দুল মোমেনের হাতে ২৪০ পিপিই তুলে দেন। এর মধ্যে চিকিৎসকদের জন্য ২০০ এবং সাংবাদিকদের জন্য ৪০টি পিপিই দেয়া হয়।

এ সময় মাশরাফির বাবা গোলাম মুর্তজা জানান, করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে মাশরাফি চিকিৎসকদের জন্য আরো পিপিই সরবরাহ করবেন। এ ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে তিনি প্রস্তুত রয়েছেন।

মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে ডা. মশিউর রহমান বলেন, ‘এসব পিপিই পাওয়ায় চিকিৎক ও নার্সদের মনোবল অনেক বেড়ে যাবে। এতে চিকিৎসকরা করোনা প্রতিরোধে দ্বিগুণ উৎসাহে কাজ করতে পারবেন।’

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আব্দুস শাকুর ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মশিউর রহমান বাবু।