বৃষ্টি হবে আগামী সপ্তাহে, আরও বাড়বে তাপমাত্রা

গত কয়েকদিন ধরেই বেশ গরম পড়েছে দেশে। যানবাহনহীন রাজধানীতেও দিনের বেলা ঝরছে ঘাম।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা এ সপ্তাহের শেষ নাগাদ অব্যাহত থাকবে। সঙ্গে আবহাওয়াও শুষ্ক থাকবে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় আবহাওয়াও শুষ্ক থাকবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা নাগাদ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। আবহাওয়া সামান্য পরিবর্তন হবে বুধবার (১ এপ্রিল) নাগাদ। আর আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের আভাস রয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
সারাদেশেই তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ জায়গায় বিরাজ করছে মৃদু তাপপ্রবাহ।