সাদমান হোমকোয়ারেন্টিন থেকে মুক্তি পাচ্ছেন

Mar 29, 2020 / 11:58pm
সাদমান হোমকোয়ারেন্টিন থেকে মুক্তি পাচ্ছেন

আপাতত হোমকোয়ারেন্টিন থেকে মুক্তি পাচ্ছেন জাতীয় দলের বাঁ-হাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক ও অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি পাওয়ার স্বস্তিতে খুশি সাদমান।

বাঁ-হাতের কব্জিতে সফল অস্ত্রোপচার শেষে গত ১৭ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সাদমান। এরপর থেকে সরকারি নির্দেশ মেনে আছেন হোমকোয়ারেন্টিনে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও একইভাবে সময় পার করেছেন।

রোববার সাদমান বলেন, ভালো লাগছে, অবরুদ্ধ ছিলাম। কষ্টে কেটেছে দিনগুলো। সোমবার থেকে শেষ হচ্ছে বন্দিদশা। এই কয়দিন রুমেই ছিলাম একদিনও বের হইনি। খেলা নেই তাই গেমস খেলে সময় কাটিয়েছি। মা এসে খাবার দিয়ে যেতেন।

সাদমান আরও বলেন, এখন বাইরে যেতে পারছি না। তাই ব্যান্ডেজও খুলতে পারছি না।