আমাদের জন্য করোনা বড় শিক্ষা: কপিল দেব

Mar 27, 2020 / 09:29pm
আমাদের জন্য করোনা বড় শিক্ষা: কপিল দেব

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, করোনাভাইরাস আমাদের জন্য বড় একটি শিক্ষা। আমাদের এখন থেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। বার বার হাত ধোয়া এবং যেখানে সেখানে থুতু ফেলা ও মলত্যাগ করা বন্ধ করতে হবে।আশা করি এই প্রজন্ম আর ভুলগুলো করবে না।

কিংবদন্তি এ ক্রিকেটার আরও বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে আমাদের একে অন্যের খেয়াল রাখতে হবে। অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বাড়িতে থেকে সরকার ও ডাক্তারদের উদ্যোগকে সাহায্য করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের জন্য পুরো ভারত লগডাউনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ে বাইরে না বের হয়ে বাড়ির আশপাশ পরিস্কার করছেন জানিয়ে কপিল দেব বলেছেন, আমি ঘর সাফ করছি, বাগান পরিষ্কার রাখছি। আর পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটাচ্ছি।