মোদিকে লক ডাউনের ধন্যবাদ জানালেন তারকারা

Mar 26, 2020 / 12:39am
মোদিকে লক ডাউনের ধন্যবাদ জানালেন তারকারা

সোমবার করোনা মোকাবিলায় ভারতজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। প্রতি মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্য বাড়ছে।

তাই দেশব্যাপী এই লকডাউন অত্যন্ত জরুরি জানিয়েছেন নমো। ‘জান হ্যায় তো জাহান হ্যায়’-মোদির এই বক্তব্যের সঙ্গে সহমত বলিউড থেকে টলিউড তারকারা।

লন্ডন থেকে ফিরে মিমি চক্রবর্তী নিজেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮ই মার্চ থেকে। মিমি টুইট বার্তায় জানান, দয়া করে সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আসুন আমরা সবাই চিকিত্সক, পুলিশকর্মী, পুরসভার পরিচ্ছন্নকর্মীদের সাহায্য করি-যারা দিনরাত্রি আমাদের জন্য কাজ করে চলেছে।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত টুইটারে দেওয়ালে লেখেন, ‘২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভারত লকডাউনের মধ্যে রয়েছে আমাদের নিজেদের সুরক্ষার জন্য! দয়া করে ভয় পাবেন না, জরুরি পরিষেবা জারি হয়েছে মানুষের জন্য’।