করোনা যন্ত্রণার অভিজ্ঞতা জানালেন পরিচালক হিমেল আশরাফ

বাংলাদেশের তরুণ চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে নিউ ইয়র্কের ম্যান হাটনে আছেন, তবে তিনি সুস্থও হয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে করোনায় আক্রান্ত হওয়া ও সুস্থতা নিয়ে বিস্তারিত জানান ‘সুলতানা বিবিয়ানা’ খ্যাত এই নির্মাতা।
তবে তিনি জানিয়েছেন, চিকিৎসক কর্তৃক করোনায় আক্রান্ত হওয়ার সনদ না থাকলেও তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ঘরে বসে চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছেন।
১৯ মার্চ নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।
করোনা সন্দেহভাজন হিসেবে নিউইয়র্কে বসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলেও ভিডিওতে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি কোনো ডাক্তার কিংবা মেডিক্যাল স্টুডেন্ট নই বা করোনা বিশেষজ্ঞ নই। আমার কথাগুলো প্রেসক্রিপশন বা উপদেশ হিসেবে নেওয়ার দরকার নেই।
আমি শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি। কেউ যদি এর থেকে উপকৃত হন আলহামদুলিল্লাহ। উপকৃত না হলেও জানলেন কী হয় বা হচ্ছে।
ভিডিওতে দেখুন…
করোনা ভাইরাস Suspected রোগী হিসেবে একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। কোন ডাক্তারি পরামর্শ নয়, এখানে দেয়া সকল তথ্য নির্ভুল প্রমাণিতও নয়।
Posted by Himel Ashraf on Thursday, March 19, 2020