চীনফেরত প্রবাসীসহ দুইজনকে রাজশাহীতে জরিমানা

প্রকাশিত: মার্চ ২১, ২০২০ / ০১:২০পূর্বাহ্ণ
চীনফেরত প্রবাসীসহ দুইজনকে রাজশাহীতে জরিমানা

হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে বের হবার অভিযোগে রাজশাহীতে চীনফেরত প্রবাসীসহ দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এবং জেলার বাগমারা উপজেলা সদরে এ অভিযান চালানো হয়। রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকায় এক চীন প্রবাসীকে কোয়ারেন্টাইনে না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে জেলার বাগমারা উপজেলা সদরে হকং প্রবাসী এক ব্যক্তিকে একই কারণে বিকালে একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। সরকারের পক্ষ থেকে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। এরপরেও এ দুই ব্যক্তি আবারও যদি হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে বের হন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন