বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইটালি।
দেশটিতে একদিনে মৃতের সংখ্যা ৪২৭ জন। চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩,২৪৫ জন। আর ইটালিতে ৩,৪০৫ জন।
চীনে আর কোনো স্থানীয় আক্রান্তের ঘটনা ঘটেনি। তবে দেশের বাইরে থেকে আসা ৩৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে সেটা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৫,৬৩০ জন। প্রাণ হারিয়েছে ১০,০৪৮ জন। আর সুস্থ হয়েছেন ৮৮,৪৩৭ জন।
মৃতের সংখ্যায় চীনকেও ছাড়াল ইতালি : করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে মোট ৩ হাজার ৪০৫ জন মারা গেছেন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪২৭ জন। অন্যদিকে ভাইরাসে উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ২৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।
ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ, যা গত তিন দিনের মধ্যে সর্বোচ্চ। এদিন দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।
বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৮ জন। মারা গেছেন ১০ হাজার ৪১ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৮৮ হাজার ১৫১ জন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন