দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল বাড়িতে ব’ন্দি (ভিডিওসহ)

প্রকাশিত: মার্চ ১৯, ২০২০ / ১১:৪২অপরাহ্ণ
দ্য ইউনিভার্স বস ক্রিস গেইল বাড়িতে ব’ন্দি  (ভিডিওসহ)

কালো পোশাকে সারা দেহ ঢাকা। পায়ে জুতো, হাতে গ্লাভস। মুখ ঢাকা রয়েছে কালো মাস্কে। ব্যয়ামের পোশাক পরে ক্রিস গেইল শুরু করলেন কসরত। প্রথমে সিট আপ। একে একে জিমের বিভিন্ন যন্ত্র নিয়ে করলেন বিভিন্ন ব্যায়াম।

ক’রো’না’ভা’ইরাস আ’ত’ঙ্কে যখন বিশ্বে ম’হা’তঙ্ক, তখন এই ক্যারিবিয়ান দানবকে দেখা গেল নিজের মেজাজে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকাই যেন তার স্টাইল।

বাড়ির ভিতর জিমে কসরতের এই ভিডিও টিকটকে আপলোড করা হয়েছে। সেই ভিডিও বৃহস্পতিবার সকালে তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এই ক্যারিবীয় দানব।

ক্যাপশনে লিখেছেন, ‘ঘরে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’ কিন্তু সব ঠিক থাকলে হয়তো এ সময় নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে এই দা’নবীয় ব্যাটসম্যানকে দেখা যেত।

করোনার কবল থেকে বাঁচতে ক্রিকেট সহ বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে। ঘরে বসে ফিটনেস নিয়ে কাজ করা ছাড়া আর উপায় কী? অধিকাংশ ক্রিকেটার নিজেদের ঘরব’ন্দি করে রেখেছেন। বুধবার নিজের টুইটারে ইনডোর অনুশীলনের ছবি শেয়ার করেছিলেন শিখর ধওয়ন। সেই তালিকায় নতুন সং‌যোজন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন