তাপমাত্রা বেশি থাকায় ৭ ব্যক্তি কোয়ারেন্টাইনে

দেশের বাইরে থেকে বিভিন্ন ফ্লাইটে আসা ৭ জন আরোহীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় করোনা ভাইরাস সন্দেহে তাদেরকে রাজধানীর একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে; কাতার, দুবাই, ওমান, কুয়েত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে এসব আরোহী ঢাকায় আসেন।
গতকাল বুধবার বাংলাদেশে প্রথম কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানায় সরকার।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হন ৩ ব্যক্তি। এরপর গতকালকের আগ পর্যন্ত আরও ৭ জনের শরীরে এই ভাইরাস পাওয়ার যায়।