ক’রো’না রুখতে মধ্যরাতে থানকুনি খাওয়ার হিড়িক

Mar 19, 2020 / 02:05am
ক’রো’না রুখতে মধ্যরাতে থানকুনি খাওয়ার হিড়িক

সারা বিশ্ব যখন ক’রো’না’ভা’ই’রাস থামাতে ব্য’র্থ। প্র’তি’রোধের অভাবে বিশ্বব্যাপী এ ক’রো’না’ভা’ই’রাস মহামারী আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন ধনী রাষ্ট্র এ ভাই’রা’সের প্রতিষেধক তৈরি করতে পারছে না।

প্র’তি’ষে’ধ’কের অভাবে ক’রো’নাভা’ই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের কিছু কিছু এলাকায় থানকুনি গাছের পাতা খাওয়ার হিড়িক লেগে গেছে।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্থানে শেষ রাতে মহিলা, শিশু ও পুরুষরা থানকুনি পাতার সন্ধানে দৌড়াতে থাকে। কোনো এক মাওলানা স্বপ্ন দেখেছেন ফজর নামাজের আজানের সময় অজু করে তিনটি থানকুনি পাতা খেলে ক’রো’না’ভা’ই’রাস থেকে রক্ষা পাওয়া যাবে।

এমন ভিত্তিহীন খবর রাতের মধ্যে সাঁথিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ রাত থেকে উক্ত গাছের পাতা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। এ প্রতিবেদক ঘুমিয়ে থাকা অবস্থায় এক নারী দৌড়ে প্রতিবেদকের বাড়িতে উপস্থিত হয়।

বাড়ির সদস্যদের ডাকতে থাকে ও দ্রুত থানকুনি গাছের পাতা খেতে বলে। বিষয়টি গু’জ’ব বলে তাকে নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়।

এ দিকে সকাল থেকেই বিভিন্ন ব্যক্তি বিষয়টি অবহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করতে থাকে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোজাফফর হোসেন জানান, মানুষ বিভিন্নভাবে ক’রো’না’ভা’ই’রাস নিয়ে গু’জ’ব ছড়াতে পারে। তবে এ সব বিষয়ের (থানকুনি পাতা) বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। করোনাভাইরাস বিষয়ে আমাদের সচেতন ‘থাকাটাই জরুরি।