ক’রো’না হা’না দিয়েছে ভারতের সেনাবাহিনীতে, ৮০০ সেনা কো’য়ারেন্টিনে

Mar 18, 2020 / 07:58pm
ক’রো’না হা’না দিয়েছে ভারতের সেনাবাহিনীতে, ৮০০ সেনা কো’য়ারেন্টিনে

ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের শরীরে প্রাথমিকভাবে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। লাদাখের লে-তে কর্তব্যরত ওই সেনাসদস্যের বয়স ৩৪ বছর।

আ’ক্রা’ন্ত হবার খবর নিশ্চিত হওয়ার পর তাকে কোয়ারেন্টিন বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এদিকে তার সঙ্গে কর্মরত ৮০০ সেনাসদস্যকে কো’য়ারেন্টিন করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আ’ক্রা’ন্ত ব্যক্তি ভারতের সেনা পদাতিক বাহিনী লাদাখ স্কাউটস রেজিমেন্টের সদস্য বলে গেছে। সেনাবাহিনীর এই বিশেষ বিভাগটি বছরজুড়ে বরফের মধ্যে কাজ করে। তাই তাদের ‘স্নো ওয়ারিয়র্স’ নামেও ডাকা হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনা আ’ক্রা’ন্তের খবর নিশ্চিত হওয়ার পর ওই সেনা সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং ব্যারাকের বাকি ৮০০ সেনা সদস্যকে কো’য়া’রেন্টিন করা হয়েছে। এ ছাড়া ওই সেনা সদস্যের বোন, স্ত্রী ও দুই সন্তানকেও আ’ক্রা’ন্ত স’ন্দেহে হাসপাতালের কো’য়া’রেন্টিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই সেনা সদস্য তার বাবার মাধ্যমে সং’ক্র’মিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি ইরান থেকে দেশে ফিরেছিলেন ওই সেনাসদস্যের বাবা। ওই সময় তিনি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন।

এরপর গত ২ মার্চ আবার ডিউটিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তার শরী’রে ক’রো’না ভা’ই’রাসের উপসর্গ পাওয়া যায়। তার বাবাও ক’রো’না’ভা’ই’রাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লাদাখ হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ভারতে করোনা আ’ক্রা’ন্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪৭ জনে আর মৃ’ত্যু হয়েছে তিনজনের।