আরব আমিরাতে সব মসজিদ ক’রোনার কারণে বন্ধ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২০ / ১২:৩৫পূর্বাহ্ণ
আরব আমিরাতে সব মসজিদ ক’রোনার কারণে বন্ধ

ক’রো’না আ’ত’ঙ্কে চার সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে ব’ন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। শুধু মসজিদ নয় সোমবার থেকে দেশটিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

আরব আমিরাতের জাতীয় দু’র্যো’গ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণে কোন মসজিদ, গির্জায় প্রার্থনা করা যাবে না বলেও আরব আমিরাত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে সরকারি এক ঘোষণায় বলা হয়েছিল যে, ক’রো’না’ভা’ই’রাস ছড়িয়ে পড়ার পূর্ববর্তী সাবধানতামূলক ব্যবস্থার অংশ হিসেবে রোববার থেকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

ক্রমেই ছড়িয়ে পড়তে থাকা ক’রো’না’ভা’ই’রাসের বিস্তার রো’ধে দুবাইয়ের কর্তৃপক্ষ গ্লোবাল ভিলেজও বন্ধ ঘোষণা করে দেয়। দুবাই মিডিয়া অফিস এক টুইট বার্তায় জানায়, কভিড-19 এর কারণে দুবাইয়ের গ্লোবাল ভিলেজ এই মৌসুমের জন্য বন্ধ গ্লোবাল ঘোষণা করা হয়েছে এবং এটি পরের মৌসুমে অর্থাৎ এই বছরের শেষের দিকে খুলবে।

দুবাইয়ের গ্লোবাল ভিলেজের ২০১৯-২০২০ মৌসুম শুরুর আগেই এটি বন্ধের ঘোষণা দেয়া হলো। তারা জানায়, এখন কেবল পরবর্তী মৌসুমের অতিথিদের তারা স্বাগত জানাবে।

প্রসঙ্গত, আরব আমিরাতে এখন পর্যন্ত ৯৮ জন ক’রো’না’ভা’ই’রাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন, বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন